একটি হৃদয় হাজার আকাশ
প্রিয়জন প্রস্থান পর্ব (১)
তুমি চলে গেছো,
দুপুরের রোদ মেঘে ঢেকে দিয়ে
প্রস্থান করেছে তাড়া, জানি কিছুই করার নেই।
চমকিত হই শুনে, এখনো --
চারপাশে তোমার কথারই যেন ঘুঙ্গুর বাজে।
কে কোন্্ বেদনা পুষে কেউ জানে না
সোহাগির দীর্ঘশ্বাস বুঝনি তুমি!
প্রত্যাখাত হলো সব প্রতীক্ষার পালা।
গরম চায়ের কাপ, ধোয়া উড়োউড়ি
হয়তো দেখতে পাবে,
কখনো তাকাও যদি সন্ধ্যার খোলা আকাশে
সবকিছু মিশে আছে দিগন্তের ছাই কারুকাজে।
কী আর হবে কেবল তোমাকে দোষে?
মানতেই হবে এটা জীবন নিয়তি
প্রতিদিনতো নদী দেখি, জলের স্রোত
তবু কেন এক ফুটো বৃষ্টিতে দীঘি কেঁপে ওঠে!
তুমি চলে গেছো,
দুঃখ নেই কোনো
যাবার কালে শুধু বৃষ্টি মাঙ্গে যেয়ো
পত্র-পল্লবে স্মৃতির ধুলো যেন না থাকে কোথাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।