আমাদের কথা খুঁজে নিন

   

"প্রিয়জন"

মোহাম্মদপুর,ঢাকা ।

চলে যাবে বলে -এসেছিলে যদি ,
কেঁদে কেঁদে কেন -ভরিয়েছ নদী !
ব্যাথা যদি হয় -বুকের পাঁজরে,
ফিরে এসো তবে -সুখের সে ঘড়ে।
মনটা তো তাঁর -মরু ভূমি নয়,
উথাল পাথাল -ওখানেও হয় !
কেন তবে মিছে -বাহানা করো ;
প্রেম দিয়ে তাঁরে -জড়িয়ে ধরো ।
কোথা যাবে ফেলে -সাধনার ধন ?
সেও তো তোমায় -দিয়েছিলো মন।
এসেছ ই যদি - যাবে কেন ফিরে !
সুখ যে তোমার - প্রিয়জন ঘিরে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।