আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়জন



তোমায় থেকে আজ আমি,আছি বহু দূরে এতো দিনে মনে হয় ভূলে গেছ মোরে , ভূলে গেছো কভূ মোদের ভালবাসার স্মৃতি ভালবাসা ভূলেযাওয়া তোমাদের রীতি। জেনো তুমি আজো আমি,তোমারই যে আছি মন চায় সারাজীবন তোমার হয়ে বাঁচি , তুমি যদি আমায় কভূ, ভূলে যেতে চাও বলবো শুধু স্মৃতি গুলো আমায় দিয়ে যাও । জীবনের চলার পথ ,হবে একদিন শেষ আগে যেমনি ছিলাম আমি তেমনি রব বেশ , উপহারে বাড়বে কিছু ব্যাথারই ওজন দেখেওতা কাঁদবেনাযে তোমার ঐ মন । নারিদের মন বুঝি এরকমই হয় ভালবাসার পুতুল খেলে হয় না তার জয়, জীবনের জয়োরব নেই মোর যানি সবকিছু ভূলে তুমি সেজেছো পাষানী। পাপি আমি স্বিকার করি,পাষান কভূ নই তাইতো আজ নিরবে এ ব্যাথা সই, অবনীর সুখ যেনো তোমায় খুজে পায় এ অধম তোমাকেই সুখে দেখত চায় । শান্তির হবে নীর,তোমারই সাজানো বাসর সবাই তোমার হবে আপন,আমি হবো পর~~~ পৃথিবীর নিয়ম বুঝি এরকমই হয় প্রিয়জন ভালবেসে দুরে সরে রয়। ,,,,,,,========,,,,,,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।