কুসংস্কারের জন্য এর আগেও খবরের শিরোনাম হয়েছেন ‘বলিউড বাদশাহ’খ্যাত শাহরুখ খান। এবারে তিনি খবরের শিরোনাম হলেন সংখ্যাতত্ব নিয়ে বাড়াবাড়ি রকমের কুসংস্কার মেনে চলায়।
স্রেফ কুসংস্কারের বশবর্তী হয়ে কলকাতা নাইট রাইডার্স দলের জার্সির রং পরিবর্তন করে নীল করেছিলেন শাহরুখ। নীল রং দলটির জন্য সৌভাগ্য বয়ে আনবে—এমন বিশ্বাস থেকেই তিনি তা করেছিলেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এবার তাঁর অজানা আরেক কুসংস্কারের কথা জানিয়েছে ‘ইন্দো-এশিয়ান নিউজ’।
সংখ্যার ওপর সৌভাগ্য নির্ভর করে—দৃঢ়ভাবে এমনটা বিশ্বাস করেন শাহরুখ। শুধু বিশ্বাসই করেন না, অন্ধের মতো তা মেনেও চলেন। বরাবরই ৫৫৫ সংখ্যার প্রতি বিশেষ দুর্বলতা ছিল শাহরুখের। তাঁর ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় যুক্ত আছে এই তিনটি সংখ্যা। এবার তাঁর সৌভাগ্যের সংখ্যার তালিকায় যুক্ত হয়েছে ৪০।
সংখ্যাতত্ব নিয়ে শাহরুখের এই কুসংস্কারের মাত্রা এতটাই প্রবল যে, নিজের পাশাপাশি কাছের মানুষদের মোবাইল নম্বরেও এই সংখ্যাগুলোর উপস্থিতি নিশ্চিত করেছেন তিনি। স্ত্রী গৌরী খান, ঘনিষ্ঠ বন্ধু করুণা বড়াল থেকে শুরু করে শাহরুখের অফিসের ৮০ জন কর্মচারীর সবার মোবাইল নম্বরেই ৫৫৫ এবং ৪০ সংখ্যাগুলো রাখা হয়েছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।