আমাদের কথা খুঁজে নিন

   

উড়ছে শাহরুখের কলকাতা

অনেক সত্য আছে যা বলা যায়না মুখ বুজে সহ্য করতে হয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’এ জিতেই চলেছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার ডেকান চার্জার্সকে ২০ রানে হারিয়েছে তারা। রাজিব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৬৯ রান তোলে শাহরুখ খানের দল কলকাতা। জ্যাক ক্যালিস ৩০, গৌতম গম্ভীর ৩৫, ইউসুফ পাঠান ৪৭ ও মনোজ তিওয়ারি ৩৩ রান করেন। জবাবে শিখর ধাওয়ানের অর্ধশতক (৫৪ রান) এবং রভি দেজার রানের ইনিংস খেললেও ছয় উইকেটে ১৪৯ করতেই ডেকান চার্জার্সের ওভার শেষ হয়ে যায়। ইকবাল আব্দুল্লাহ ও রজত ভাটিয়া দুটি করে উইকেট নেন। নয় ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে কলকাতা। সুত্র : http://www.banglanews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।