আমাদের কথা খুঁজে নিন

   

নক্ষত্র

হাই, আমি শারমিন টুম্পা।

যখন গভীর দীর্ঘশ্বাস সংগপনে লুকিয়ে রাখি মানুষ বুঝতে পারে না বুকের ভেতরের অব্যক্ত ব্যথা মনের সমস্ত বেদনা নিশব্দ কান্নার ফোটা হয়ে সবার অলখ্যে চোখ বেয়ে পরে। অবুজ মন যেন সদ্যজাত শিশুর মতন বুজতে চায়না কোন সান্তনার ভাষা দিন যায় রাত আসে নিশব্দে ঝরে পরে কত শুকনো পাতা কেউ তার খবর রাখে না । একদিন যে চেয়ে ছিল চিরকালের সাথী হযে থাকতে বহুদুর চলে গেছে সে বিবহের গান গেয়ে ওই আকাশের নক্ষত্র হয়ে গেছে যে ছিল আমার ভালবাসা।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।