বুধবার সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চারটি কক্ষের জানালার গ্লাস ভাংচুর করে।
এরপর তারা ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করে ক্লাস বর্জনের ঘোষণা দেয়।
বদলির আদেশ পাওয়া শিক্ষক রফি উদ্দিন আহম্মদ সাংবাদিকদের বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার বদলির আদেশ আসার খবর ৮ম, ৬ষ্ঠ ও ২য় সেমিস্টারের শিক্ষার্থীরা শুনে পড়াশুনার ক্ষতির শঙ্কায় পড়ে।
সকাল থেকে ইন্সিটিটিউটে একত্রিত হয়ে তারা বিক্ষোভ, ভাংচুর ও মানববন্ধন করে।
তিনি আরো বলেন, তাকে মাগুরা পলিটেকনিকে তাকে বদলি করা হলেও সেখানে তার বিভাগ নেই।
কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, রফি উদ্দিন আহম্মদের বদলির আদেশ স্থগিত রাখার দাবিতে ছাত্ররা এ আন্দেলন করছে।
অপরপক্ষে আন্দোলনরত ছাত্ররা জানান, রফি উদ্দিন আহম্মদের বদলির আদেশ স্থগিত না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।