পূজিছে গ্রন্থ ভন্ডের দল! মূর্খরা সব শোনো, মনুষ এনেছে গ্রন্থ! 'গ্রন্থ' আনেনি মানুষ কোনো!
গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা হাপুর হুপুর ডুব পাড়িলে...
এবার মজা যাবে বোঝা কার্তিকের উলানির কালে। ।
কুতবি যখন কফের জ্বালায়,
তাবিজ তাগা বাঁধবি গলায়।
তাতে কি রোগ হবে ভালাই মস্তকের জল শুষ্ক হলে। ।
বাইচালা দেয় ঘড়ি ঘড়ি ডুব পারিস কেন তাড়াতাড়ি
প্রবল হবে কফের নাড়ি যাতে হানি জীবনমূলে। ।
ক্ষান্ত দে রে ঝাঁপই খেলা শান্ত হরে ও মনভোলা।
লালন কয় আছে বেলা দেখলি নারে চক্ষু মেলে। ।
.......................................................................................................
১লা কার্তিক থেকে ৩রা কার্তিক ১৪১৯।
[16th-18th October 2012]
ফকির লালন সাঁইজীর ১২২ তম তিরোধান দিবস উপলক্ষে
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজীর ধামে সকলের আমন্ত্রন।
ফেসবুক ইভেন্ট
উপরের গানটি ডাউনলোড ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।