আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী সরকারী কলেজে ছাত্রীদের মানববন্ধন



নোয়াখালী সরকারী কলেজের হোস্টেলে বসবাসরত ছাত্রীরা ৮ দফা দাবীতে আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও মানব বন্ধন করে। এক ঘন্টা স্থায়ী মানববন্ধন কর্মসূচীতে প্রায় ৩ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণকারী ছাত্রীরা জানায়, তারা দীর্ঘদিন থেকে হোস্টেলে বিভিন্ন সমস্যার মধ্যে দিনাতিপাত করছে। এসব ব্যাপারে হোস্টেল সুপার ও অধ্যক্ষ মহোদয় কে বার বার জানানো স্বত্বেও কোন প্রকার প্রতিকারের ব্যবস্থা না নেওয়ায় তারা বাধ্য হয়ে আজ এই কর্মসূচী পালন করে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ড. নিমাই চাঁন বিশ্বাস ও হোস্টেল সুপার স্বপন কুমার রায়ের সাথে যোগাযোগ করলে তাঁরা জানান, হোস্টেলের জন্য সরকারী কোন অনুদান এবং কর্মচারীর ব্যবস্থা না থাকায় ছাত্রীদের জমাকৃত টাকা থেকে যাবতীয় খরচ যেমন: বিদ্যু বিল, গ্যাস বিল, কর্মচারীর বেতন ও রক্ষনাবেক্ষনের সকল খরচ মেটানো হয়। তাই ছাত্রীদের এসকল দাবী মেনে নেওয়ার কোন সুযোগ নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.