প্রিয় মাধবীলতা...
তোমাকে ভুলে গেছি বললে ভুল হবে
ভোলা যায় না
সময় বাড়ে, বাড়ে দূরত্ব
ধীরে ধীরে মরচে পড়ে
ঘটে যাওয়া অতীত ঘটনায়
তবু থেমে থাকে না জীবন ঘড়ি।
শূণ্যতা কাটে না
বসন্ত বাতাসে আকুলতা ঝরে
শূণ্যস্থাণ পূরণের এক প্রাণন্তকর প্রচেস্টা
নতুন এক মুখের মাঝে
বারবার তোমাকে খুঁজে ফেরা
এভাবেই চলছে জীবন।
আবার কবিতা লিখতে বসা
আবার গান গাওয়া,
সুর দেওয়া কল্পনার বাঁশিতে।
পুনরায় একটি চরিত্র নির্মাণ নতুন করে
হয়ত আর একবার আঘাত পাওয়া
তাহার মাঝে তোমায় খুঁজতে যে।
© ফয়সাল বিন হাফিজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।