আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামের মানুষ বনাম এনজিও



এক সময় এদেশে ইরান থেকে আসতো কাবলিওয়ালা । তারা গ্রামের মানুষের কাছে বাকীতে পন্য বিক্রি করে এক বছর পর এসে সুদ সহ সে টাকা নিয়ে যেত । তার পর আরও ছিল মহাজনী কারবার । ঘর বাড়ি বন্ধক রেখে মহাজনের কাছ থেকে ঋন নিত গ্রামের দরিদ্র কৃষকেরা । ঋনের দায়ে আনেককেই হারাতে হত ঘর বাড়ি ।

এরা যুগ যুগ ধরে এদেশের গ্রামের গরীব কৃষকদের শোষন করেছে । এই একবিংশ শতাব্দীতে এসেও গ্রামের এই দরিদ্র কৃষকেরা শোষনের হাত থেকে মুক্তি পায় নাই । বর্তমানে দারিদ্র বিমোচনের নামে প্রচীন ও মধ্যযুগের কাবলিওয়ালা এবং মহাজনদের মত গ্রামের এই দরিদ্র কৃষকদেরকে শোষন করছে অসংখ্য এনজিও । গ্রামের শতকরা ৮০ ভাগ লোক এদের কাছে ঋন গ্রস্থ । দারিদ্র বিমোচনের পরিবর্তে এরা দিন দিন আরও দরি্দ্র হচ্ছে ।

ঋনের দায়ে আত্যহত্যার মত ঘটনাও ঘটছে অহরহ । এর থেকে গ্রামের মানুষের পরিত্রান প্রয়োজন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।