আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুলের ফেরা, নতুন মুখ রবিউল

আমি তাপু...

ইংল্যান্ডের বিপক্ষে গত হোম সিরিজে দলেই ছিলেন না। মাঝখানে ঘরোয়া ক্রিকেটেও এমন কিছু করেননি যে জাতীয় দলে ফিরবেন। তার পরও আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের দলে আছেন মোহাম্মদ আশরাফুল। ১৪ সদস্যের দলে ফিরেছেন পেসার মাহবুবুল আলমও। দলে একমাত্র নতুন মুখ পেসার রবিউল ইসলাম।

আশরাফুলকে দলে নেওয়ার পেছনে প্রধান নির্বাচক রফিকুল আলমের যুক্তি, ‘আশরাফুল অভিজ্ঞ ক্রিকেটার, ইংল্যান্ডের কন্ডিশনে তার ভালো কয়েকটি ইনিংস আছে। আশা করি, প্র্যাকটিস ম্যাচে ফর্ম ফিরে পেয়ে সে টেস্ট সিরিজে ভালো খেলবে। ’ ২০০৮ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা মাহবুবুলকে ফেরানোর ব্যাপারেও প্রায় একই যুক্তি প্রধান নির্বাচকের, ‘ইংলিশ কন্ডিশনে তার সুইং বল কাজে লাগবে বলে মনে হয়েছে আমাদের। সে পরিশ্রমী, লম্বা স্পেলে বল করার সামর্থ্যও আছে। ’ খেলার সুযোগ পেলে নির্বাচকদের আস্থার প্রতিদান দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মাহবুবুলও, ‘ইংল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখেই হয়তো আমাকে দলে নেওয়া হয়েছে।

আমি আশাবাদী, সুযোগ পেলে ভালো খেলব। তা ছাড়া ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছি, ইনজুরি সমস্যাও আর নেই। ’ গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে হোম সিরিজে দলে থাকলেও খেলা হয়নি মাহবুবুলের। দলে ব্যাকআপ পেসার হিসেবে আছেন নতুন মুখ রবিউল ইসলাম। জাতীয় লিগে খুলনার হয়ে খেলা ২৩ বছর বয়সী এই পেসারের বোলিংটাও ইংলিশ কন্ডিশনের জন্য উপযুক্ত মনে হয়েছে নির্বাচকদের।

‘তার বলে ভালো গতি আছে। শারীরিকভাবে শক্তিশালী, আক্রমণাত্মকও। ইংল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারে তার বোলিং’—বলেছেন প্রধান নির্বাচক। আশরাফুল-মাহবুবুল যেমন ফিরেছেন, ইংল্যান্ডের বিপক্ষে গত হোম সিরিজের দল থেকে বাদও পড়েছেন দুজন—আফতাব আহমেদ ও এনামুল হক জুনিয়র। আফতাব বাদ ফর্মের কারণে, এনামুল ইনজুরিতে পড়ে।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচ খেলতে গিয়ে হাতে চোট পাওয়া এই বাঁহাতি স্পিনারকে চার সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। ‘এ’ দলের ম্যাচে হাতে চোট পাওয়া আরেক ক্রিকেটার জুনায়েদ সিদ্দিকের অবস্থা উন্নতির দিকে। তবে ইংল্যান্ড সফরের দলে থাকলেও প্রথম প্র্যাকটিস ম্যাচটা তিনি নাও খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়লে আগামী ৬ মে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন জুনায়েদ, শাহাদাত হোসেন, মাহবুবুল ও রবিউল। আর বিশ্বকাপ শেষে দেশে ফিরে আসবেন মাশরাফি বিন মুর্তজা, সৈয়দ রাসেল, আফতাব ও মোহাম্মদ সোহরাওয়ার্দী।

টি-টোয়েন্টি আর ওয়ানডে খেললেও ইনজুরির ঝুঁকি এড়াতে আপাতত টেস্টে নেই মাশরাফি। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে প্রথম টেস্ট শুরু হবে ২৭ মে। ৪ জুন থেকে দ্বিতীয় টেস্টটি হবে ওল্ড ট্রাফোর্ডে। বাংলাদেশ দল সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, শাহাদাত হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মাহবুবুল আলম ও রবিউল ইসলাম। প্রথম আলো ০৪-০৫-২০১০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.