আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরকে মারধরের সময় বিএসএফকে গ্রামবাসীর ধাওয়া

বিজিবি জানায়, বুধবার দুপুরে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তে এ ঘটনা ঘটে। মারপিটের সময় গ্রামবাসী একত্রিত হয়ে ধাওয়া দিলে বিএসএফ সদস্যরা সেখান থেকে চলে যায়।
বিজিবি কিশোরকে মারপিটের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে। কিন্তু বিএসএফ তাতে সায় দেয়নি বলে জানান কুড়িগ্রাম ৪৫ বিজিবির শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুজ্জামান।
তিনি জানান, এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে।

 
ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী জানান, দুপুরে কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৫নং আন্তর্জাতিক মেইন পিলারের ৭নং সাব পিলারের কাছে বাংলাদেশি ভূ-খন্ডে এলাকার আফজাল হোসেনের  ছেলে দুলালসহ (১২) শিশু-কিশোররা খেলাধুলা করছিল।
এ সময় বিএসএফের বসকোটাল ক্যাম্পের টহল সদস্যরা শিশু-কিশোরদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে আসতে পারলেও দুলালকে ধরে বিএসএফ সদস্যরা মারপিট করতে থাকে বলে অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান।
তিনি জানান, দুলালের আত্মচিৎকারে আশপাশের লোকজন একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে বিএসএফ সদস্যরা দুলালকে ছেড়ে দিয়ে চলে যায়।


গ্রামের বাসিন্দা রফিকুল, মনছুর, নুর জামাল, আব্বাস আলী জানান, এ ঘটনার পর গ্রামবাসী আতঙ্কে রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.