আমাদের কথা খুঁজে নিন

   

গ্রেডিং পদ্ধতি ও ব্যাকিং চাকুরীরর ক্ষেত্রে দুর্ভোগ!!



সরাকারী আদেশ কে বৃদ্ধাঙ্গুলী প্রর্দশন করে বেসরকারী বাণিজ্যিক ব্যাংক গুলো তাদের চাকুরীরর নিয়োগ দিয়ে যাচ্ছে। সরাকার প্রজ্ঞাপনের মাধ্যমে বিভাগ/শ্রেনীর সাথে গ্রেডিং পদ্ধতির যে সমন্বয় করে দিয়েছে তা একেবারেই মানছে না বাণিজ্যিক ব্যাংক গুলো। সম্প্রতি সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, পুবালী ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক সহ বেশ কটি ব্যাংক চাকুরির নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রদান করে। সেগুলোতে অধিকাংশ ব্যাংক উল্লেখ করে যে কোন ৩য় বিভাগ পাওয়া কেউ আবেদন করতে পারবে না। ২য় বিভাগ পাওয়া যে কেউ আবেদন করতে পারেব।

তবে গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে জিপিএ ৫ এর মধ্যে ৩.৫০ না পেলে আবেদন করা যাবে না। অথচ শিক্ষামন্ত্রনালয় কতৃক ২মার্চ ২০১০ সালে সরকারী প্রজ্ঞাপন শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ মাধ্যমে গ্রেডিং ও বিভাগের মধ্যে সম্বনয় করে দিয়েছে। জিপিএ ৩.০০ বা তদুর্ধ = ১ম বিভাগ, জিপিএ ২.০০ বা ৩.০০ এর কম = ২য় বিভাগ এবং জিপিএ ১.০০ বা ২.০০ এর কম = ৩য় বিভাগ। এখন কথা হচ্ছে ২য় বিভাগে পাওয়া কেউ যদি আবেদন করতে পারে তবে ২য় বিভাগের সমমান গ্রেডিং পদ্ধতিতে পাশ করা জিপিএ ২.০০ বা ৩.০০ এর কম প্রাপ্তরা কেন আবেদন করতে পারবে না। আর যদি শুধুমাত্র জিপিএ ৩.৫০ প্রাপ্তরা আবেদন করতে পারে সেক্ষেত্রে ১ম বিভাগ/শ্রেনীর কথা কিন্তু ব্যাংক গুলো তা করেনি।

একই দেশে কেন দ্বৈত নীতি হবে। নাকি বাণিজ্যিক ব্যাংক গুলো সরাকারে কোন নির্দেশ পালন করবে না। এই বিষয়ে আমরা ২০০১-২০০৩ গ্রেডিং পদ্ধতিতে পাশ করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সকলের কাছ থেকে আশু সমাধান আশা করছি। যাতে করে আমরা দ্বৈতনীতির শিকার না হই। উল্লেখ্য যে উক্ত বছরের পাশ করা শিক্ষার্থীদের কোন চতুর্থ বিষয়ের জিপিএ মুল বিষয়ের সাথে যোগ হয়নি।

যার ফলে অনেকে শিক্ষার্থী অল্পের জন্য ভাল জিপিএ থেকেও বঞ্চিত হন। উত্তম,খসরু,মাহবুব,সুমন,ফাহমিনা,রিপু,সুহেল,সিপু,এমদাদ ২০০১-২০০৩(এসএসসি ও এই্চএসসি) গ্রেডিং ১ম ব্যাচ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.