আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্যঃ মামনি

বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি

কি করে ভূলব আমি অম্ল মধুর সেই ছোট ছোট স্মৃতি মাঝে মাঝে ভূলে যাই আমি তোমার চোখের দুঃখ নদী অদৃশ্য কিংবা অলীক কিছুর মোহে মরিচীকার পিছে তীব্র বেগে ছুটছি আমি কখনো কখনো ভূলে যাই মামনি তোমার চোখের খরস্রোতা নদী গান আর কাজ , কাজ আর গানে ভূলে থাকি সর্বদা হঠ্যাত করে জেগে ওঠে ২১ বছর আগের নাড়ী ছেড়ার তীব্র বিচ্ছেদ যন্ত্রণা তুমি নিঃসঙ্গ দিন কাটাও সেই পুরনো সবুজ বাগান বাড়িতে আমার দিন কেটে যায় নিরব হতাশায় পতেঙ্গা, জাফলং সেন্ট মার্টিন ঘুরে ঘুরে কবে ভূলে গেছি তোমার বুকের নোনতা মধুর গন্ধ হারিয়ে গেছে তোমার আঁচলের স্বস্তির ছাঁয়া এখন শুধুই তীব্র যান্ত্রিকতা......... আমি চাই তোমার জঠরের শীতলতা।। উতসর্গ, {যে নারী আমাকে পৃথিবীর আলো দান করেছে , যার নাড়ি ছেঁড়ার তীব্র যাতনা আমাকে মহিমান্বিত করেছে যে মুখখানা এখনো আমাকে স্বস্তি দেয় .......মামনি আমার মামনি.........}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।