"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই প্রতিবাদ চলছে, যতদিন এই অনাচার বন্ধ না হবে, প্রতিবাদ চলবেই...........
ধর্ষণের একমাত্র কারণ
ঘৃণ্য মানসিকতা,
দিনবদলের শ্লোগান উঠুক
জাগুক মানবিকতা।
চলচিত্রে ধর্ষণ আর
ইন্টারনেটে পর্ণ,
তিলে তিলে করছে তা
সমাজকে জীর্ণ।
পর্ণোছবি আর অশ্লীলতা
নিষিদ্ধ হোক,
নারীদেহ নয় ভোগের বস্তু
শিখুক যুবক।
টিজ করল, পেলনা সাজা!!?
প্ররোচিত হলো ধর্ষণে,
অঙ্কুরে নাশ করতে ওদের
জাগাতে হবে প্রতিজনে।
নির্জন রাত, রাস্তায় নারী,
মাথানষ্ট!!!?
বোন ভাবিস, হোসনে রে তুই
পথভ্রষ্ট!!
বিবেকবান পুরুষ হও
লিঙ্গসর্বস্ব নয়,
নারীকে তুমি শ্রদ্ধা কর
হবেই তোমার জয়।
পুরুষ তুই, নারীদেহে
থাকবেই আকর্ষণ,
বিয়ে কর বা পল্লীতে যা
করিসনা ধর্ষণ।
বিয়ে করবে? সাবালিকা খোঁজ,
কচিমেয়ে নয়,
বিবাহোত্তর সঙ্গমও তাতে
ধর্ষণই হয়।
নিরবে ধর্ষিত হয় তোর
গৃহ-পরিচারিকা,
স্বামীর প্রতি নজর রাখিস
থাকিসনে আর বোকা।
হে বোন তুই প্রতিবাদী হ
পাশে আছি তোর ভাই,
নির্যাতক আর ধর্ষকের
কোন নিস্তার নাই।
নারী যদি আলপিন হাতে
করে আত্মরক্ষা,
ভাই হয়ে তুই পাশে দাঁড়াস
হারামিকে দিস শিক্ষা।
বাসে-ট্রেনে নারীর পাশে
বসবি যখন,
সামলে বসিস, নারীদেহ নয়
ভাবিস মা-বোন।
বোনটি যখন কর্কশ সুরে
করবে প্রতিবাদ,
হোসনে সুশীল, মানুষ হয়ে
বাড়িয়ে দিস হাত।
পিশাচদের লাথি মেরে
নারী যদি বাঁচতে চায়,
সমর্থন দিস, দিসনে শিকল
ঐ বোনটির রাঙা পায়।
শ্রদ্ধার সাথে বলি, হে বোন
শালীন পোষাক পরো,
চোখ দিয়ে দেহ চাটবে পুরুষ
টাইট-ফিট ড্রেস ছাড়ো।
বোনকে আমার দে নিস্তার
রে অসভ্যের দল,
নির্যাতন আর ধর্ষণে তুই
দেখাসনে বাহুবল।
করছে যারা
ধর্ষণ,
হে খোদা ওদের ওপর
দাওনা অনল-বর্ষণ।
নির্যাতনের কত ধরণ
নিত্যদিনই দেখি,
বোবাকান্নায় কাঁদে হৃদয়
পশু হলাম নাকি!!!
পারছিনা আর সইতে বোনের
অপমানের জ্বালা,
ক্ষমতা ওদের নাওনা কেড়ে
হে খোদাতায়ালা।
বিচার চাইতে পিছপা কেন
ধর্ষিতার পরিবার??!!
সমাজ-ডাক্তার-উকিল যে তাকে
রেপ করে বারবার!!
ধর্ষণ চার্ট, বিরাট হিসাব
কার বেশী, কার কম!!!
বিবেক বলে, এই ঘটনা
বন্ধ হোক একদম।
ধর্ষণ প্রতিরোধে ঔষধ
একটাই,
দ্রুততম সময়ে ধর্ষকের
ফাঁসি চাই।
কঠোর আইন যেখানে আছে
সেখানেও হয় ধর্ষণ,
আইন চাই আগে, তারপর
সচেতনতাও প্রয়োজন।
আর কত ধর্ষণের পরে হবে
ফাঁসির আইন প্রণয়ন??!!
কতটা রক্ত অশ্রু ঝড়াবে
আমার মা-বোন!!??
সচেতন সবে করি প্রতিবাদ
একটাই আবেদন,
"এগিয়ে আসুন আমজনতা"
হোক গণজাগরণ।
উৎসর্গঃ সকল বোনদের যারা নীরবে অথবা প্রকাশ্যে নির্যাতিত...
ছবিঃ গুগল থেকে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।