আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্যঃ উত্তাল শাহবাগ, জাগো বাংলাদেশ

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই উত্তাল শাহবাগ উত্তাল এ দেশ, এক দফা এক দাবী পাপী হোক শেষ। শাহবাগে লাখো প্রাণ দেশজুড়ে কোটি, বিনাশ হবেই হবে কুটিল ভ্রুকুটি। শাহবাগ আজ তারুণ্য স্কয়ার, কিছুতেই দমবেনা এই গণজোয়ার। অনেক সাধনার এই প্রজন্ম চত্বর, রাজাকারদের ফাঁসি চাই অতিসত্বর।

শাহবাগে লাখো জনতার ঢল, নেই কোন মত নেই কোন দল। ৩ মিনিট দাঁড়িয়েছে দেশ নিরবে, রাজাকারদের ফাঁসি হবেই হবে। মিনিটের নিরবতা সারাদেশ জুড়ে, বাংলার মানুষ আজ দাঁড়িয়েছে ঘুরে। দেখেছি রাতের বুকে কোটি মোমবাতি, রাজাকারের ফাঁসি আজ চায় পুরো জাতি। রাতের বুকে জ্বলছে যেন লক্ষ কোটি তারা, নতুন দেশ চাইছে জাতি রাজাকারদের ছাড়া।

যোদ্ধা রাজিব আজ দিয়ে গেল প্রাণ, নিষ্ফল যাবেনা এই মহা বলিদান। নাস্তিক ব্লগার নয় মানুষ মরেছে, প্রতিবাদকারীর আজ রক্ত ঝড়েছে। শোকের অশ্রু নয়, চাই প্রতিশোধের আগুন, দেশবাসী আর কত?? এবার তো জাগুন!! নাস্তিক না আস্তিক সে প্রশ্ন পরে, আন্দোলন গড়ে তোল প্রতি ঘরে ঘরে। ৭১ দেখিনি আমি শাহবাগ দেখেছি, যোদ্ধার রক্ত নয় গর্জন শুনেছি। কোন রাজাকারের নিস্তার নাই, সব হারামজাদার ফাঁসি চাই।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।