আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্যঃ নারী নির্যাতনের বিরুদ্ধে একটি কাব্যিক প্রতিবাদ

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই প্রতিবাদ অনেক ধরনের হতে পারে। ১. সর্বোৎকৃষ্ট প্রতিবাদঃ কারো তোয়াক্কা না করে, সময়, শ্রম, টাকার বিসর্জন দিয়ে রাজপথে প্রতিবাদ করা। যেটা কয়েকজন নিবেদিতপ্রাণ মানুষ সবসময় করেছেন বা এখনও করছেন, তাদেরকে স্বশ্রদ্ধ স্যালুট। ২. উৎকৃষ্ট প্রতিবাদঃ বিভিন্ন কারনে যারা রাজপথে যেয়ে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু রাজপথের প্রতিবাদ গুলোকে মিডিয়ায় এনে সাধারন মানুষ এবং আইনপ্রনেতাদের বিবেকে নাড়া দেওয়া।

(জাতীয় পত্রিকায় কলাম লিখে বা টিভিতে প্রতিবাদী নাটক প্রচার করে)। কয়েকজন করছেন, আশা করছি আরও অনেকে এগিয়ে আসবেন। ৩. সাধারন প্রতিবাদঃ নিজ নিজ স্থান থেকে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে প্রতিবাদ করা। (প্রতিবাদী গানে, প্রতিবাদী ছবি এঁকে, প্রতিবাদী গল্প বা প্রবন্ধে, প্রতিবাদী কাব্যে, প্রতিবাদী আবৃত্তিতে)। ৪. মৌন প্রতিবাদঃ এই প্রতিবাদ আমজনতার প্রতিবাদ।

‘পাছে লোকে কিছু বলে’ এই ভয়ে বা পরিস্থিতির শিকার হয়ে বা সময়ের অভাবে কোন ধরনের প্রতিবাদ করতে না পেরে অন্তর থেকে ঘৃণা করাও এই প্রতিবাদের অংশ। আমি আমজনতা হলেও স্রষ্টা মাথায় এক কণা সৃজনশীলতা যেহেতু দিয়েছেন তাই তা কাজে লাগানোর ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। তোমাকেই বলছি শোন নির্যাতিতা নারী, মাথা তুলে দাঁড়াও তুমিই হবে কান্ডারী। রে নপুংসক নারীর কর যতন, বন্ধ কর নারী নির্যাতন। যৌতুকের বলি কাউকে বানাইস না আর, খাইটা খা এবার ভিক্ষা ছাড়।

যৌতুক নিলি রে বন্য, একদলা ঘৃণা তোর জন্য। এসিড ছুড়িস নারীর মুখে একটুও কাপেনা বুক, একটিবারও ভাসেনা চোখে তোর মায়ের মুখ??!! সৌন্দর্যকে ঝলসে দিলি তুই নিকৃষ্ট, মানুষ তুই!!? শ্রেষ্ঠ জীব!!? খোদাতালার সৃষ্ট!!? টিজ করে তোরা করিস ফুর্তি, থুতু দেই তোদের মুখ ভর্তি। ধর্ষক আর ইভটিজার, সাবধান আর নাই নিস্তার। ধর্ষক তুই বাপের বেডা, ঐ তোর বাপ জানি কেডা?!!? (বাপের পরিচয় জানে কিনা সন্দেহ আছে) ধর্ষক খোঁজ বাটি চালান দে, কোপামু অরে বটি শান দে। (রে বোকা নারী) দেহ দেখিয়ে নিজেকে তুই বানালি ভোগ্য পন্য, জানলিনা ডেকে আনলি বিপদ আমার বোনের জন্য।

ধর্ষকের দোষ কমাতে চাস ধরে সুশীল বেশ, জঘন্য তোর সুশীলতায় থুতু দেয় দেশ। পোশাক নয় একমাত্র কারন ধর্ষণের জন্য, ওরা চেনে নারীদেহ কীট ওরা ঘৃণ্য। অবুঝ মেয়েকেও ধর্ষণ করিস তুই এতটাই কামুক!! কার্তিকের কুকুরও লজ্জা, ঘৃণায় দেখবে না তোর মুখ। ঘৃণা করি বা প্রতিবাদ পাইনা তবুও স্বস্তি, এতে ওদের হবেনা কিছুই চাই দৃষ্টান্তমূলক শাস্তি। ছবিঃ গুগল থেকে..  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।