আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্যঃ ধর্ম ব্যবসা ও অজ্ঞতার বিরুদ্ধে প্রতিবাদী স্যাটায়ার

"প্রাচীরের ছিদ্রে এক নাম-গোত্রহীন, ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন। ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে, ভাল আছ ভাই সকল ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই পোস্টটি দিচ্ছি। এই অনুকাব্যে কাউকে হেয় করার চেষ্টা করা হয়নি। আপনি যদি ধর্ম ব্যবসায়ী না হয়ে থাকেন, তাহলে আপনাকে স্বাগতম। সাধারন মানুষ এসব ধর্ম ব্যবসায়ীদের পাল্লায় পরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে।

এদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। (ক্যাচাল করার উদ্দেশ্যে কেউ আসবেন না। ধন্যবাদ। ) জন্মদাতা, শ্বশুরআব্বা কিংবা উকিলবাবা, ওনাদের চিনি কিন্তু কে তুই পাগলা-লেংটাবাবা। পীরবাবার কথা শোন কোরান পরে পড়, জন্মদাতা ধুকছে রোগে? পীরের সেবা কর।

ফকির বাবা ফুক দিয়েছে পাগলা বাবা সুতা, লেংটাবাবার মেলায় নাকি হারায়না কেউ জুতা। ধর্ম মেনে লাভ কি তোমার আগে কামাও টাকা, কামাই করার রাস্তা হোকনা সোজা কিংবা বাঁকা। ধর্মের নামে রাজনীতি কর কর তোরা ভন্ডামি, কোরআন হাদিস এগুলো কি টাকার চেয়ে দামী?!!! দাওয়াত দিয়ে হুজুর খাওয়াও হরেক রকম দোয়া পাবে, ফকির মিসকিন খাওয়াবে কেন!?! অযথাই ঘর নোংরা হবে। মসজিদে দিলে হাজার টাকা বাহবা পেলে সবার, গরিব মেরে লক্ষ টাকা করতে থাকো সাবাড়। মন্দিরে দাও পুজার প্রসাদ দেবতা করে কি গণ্য?? তারচে বরং ভিখিরি খাওয়াও পাবে অনেক পূণ্য।

মাজারে গিয়ে সেজদা করিস!!?? ভক্তি দেখাস কত!!! আল্লাহ্‌ ছাড়া কারোর নিকট করিসনা মাথা নত। সবার সামনে টুপি দাড়ি হুজুর বলে সবাই, ব্যবসার নামে ভেজাল খাইয়ে করছিস গনজবাই। যার মাজারে চাইছ দোয়া তিনিই তো নেই বেঁচে, ভুল করোনা, চাইতে হলে চাও আল্লাহ্‌র কাছে। আল্লার ভয় করো সবাই নামাজ পড়ো মন দিয়ে, ভন্ড বাবার চতুর কথায় লাভ হবেনা কান দিয়ে। ধর্ম নিয়ে করছে যারা ব্যবসা, ধান্দাবাজি, প্রতিহত করতে হবে ওদেরকে ভাই আজই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।