আমাদের কথা খুঁজে নিন

   

দারুণ লাগলো উবুন্টু ১০.০৪ লুসিড লিংস

স্বাধীনচেতা একজন মানুষ আমি। জীবনের সব ক্ষেত্রেই যে আমি সফল হয়েছি, তা সত্যি নয়, তবে ব্যর্থ হওয়ার সংখ্যাও খুব বেশি নয়।

গতকাল রিলিজ হয়েছে উবুন্টু ১০.০৪ লুসিড লিংস। ব্লগে খবরটা পাওয়ামাত্র ডাউনলোড করে ফেললাম। ইনস্টলও করলাম। এককথায় অসাধারণ। আমি এর আগে উবুন্টুর ৯.০৪ টা ব্যবহার করেছিলাম, তাও একদিনের জন্য। আমার অনভিজ্ঞ চোখে খুব বেশি পার্থক্য চোখে পড়েনি, সেটাই স্বাভাবিক। বলতে গেলে গতকালই প্রথম ভালমত লিনাক্স ব্যবহার করলাম। নতুন কি যুক্ত হয়েছে, আর পুরনো কি বাদ পড়েছে, তাও আমি জানিনা.........জানিনা ব্যবহারের নিয়ম........অনেক কিছুই করতে পারছিনা উবুন্টুতে, যা উইন্ডোজে পারতাম, আস্তে আস্তে শিখতে হবে.........তারপরও অসাধারণ লেগেছে.......... যারা এখনও ব্যবহার করেননি তাদের জন্য এখানে ডিরেক্ট লিংক দিয়ে দিলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।