ঢ
চলতি বছরের মধ্যেই সার্ক বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে নয়া দিল্লিতে। একে সার্ক বিশ্ববিদ্যালয় বলা হলেও এর আসল নামটি হচ্ছে 'সাউথ এশিয়ান ইউনিভার্সিটি'।
২০০৫ সালে সার্কের ঢাকা সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেন। ২০০৭ সালে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং চলকত বছরের থিম্পু সম্মেলনে বিষয়টি চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারতের বিদেশ মণ্ত্রী প্রণব মুখার্জি জানিয়েছেন, দক্ষিণ দিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস স্থাপনের জন্য তাদের সরকার ১০০ একর জায়গা ছেড়ে দিচ্ছে।
প্রফেসর জি কে চাঁদা সার্ক বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী। তিনি বলেন, প্রথমে ৫০ কিংবা ১০০ জন শিক্ষার্থী নিয়ে চলতি বছরের আগস্টের মধ্যেই সার্ক বিশ্ববিদ্যলয়ের কার্যক্রম শুরু হচ্ছে। পরে এ সংখ্যা ৫০০০ এ উন্নীত হবে। ২০১১ সালে নাগাদ সার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৫০০০ হবে বলে তিনি জানান।
সার্ক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস দিল্লিতে হলেও সার্কভুক্ত অন্য ৭ টি দেশেও এর আঞ্চলিক ক্যাম্পাস থাকবে। মূল ক্যাম্পাসের অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনা ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ মিলিয়ন ডলার।
এ বিশ্ববিদ্যালয় প্রায় ৫০০ ফ্যাকাল্টি তৈরি করবে। বিষয় থাকবে। অর্থনীতি, সংস্কৃতি, ধর্ম, সহমর্মিতা, সামাজিক মূল্যবোধ ইত্যাদি।
ভর্তির জন্য আবেদন পত্র ছাড়া হবে নির্ধারিত সময়ে। শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি হবে খুবই সহজ। সার্কভুক্ত দেশের শিক্ষার্থীরা যে কোন ক্যাম্পাসে পড়াশুনা করার সুযোগ পাবে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশ ইনস্টিটিউটের পরিচালক জওহর রিজভি বলেন, এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের শিক্ষর্থীরা সাংস্কৃতিক যোগাযোগ গড়ে তুলবে। ফলে একটি কমন ঐতিহ্য সৃষ্টি হবে।
বন্ধুত্ব তৈরি হবে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবকাঠামো তৈরিতে দিক নির্দেশনা মূলক সহায়তা করবে।
জিসান আল যুবাইর
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।