আমাদের কথা খুঁজে নিন

   

ভবিষ্যতের কোঠায় কয়েক জন

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

ভীত হবেন না। বসন্তের দাগ মুখে দশজন বুড়ো দশজন বা বারজন তার ভেতর কিছু বৃদ্ধা, দাঁতে জোর নেই চোখের চশমার কাচ স্বচ্ছ মণির মত টলমল করে বুকের ব্যথায় মরে গিয়েছিল তাদের আরো দশজন সঙ্গী কোমরের ব্যথায় হাসপাতালে আরো দশজন সঙ্গী তাদের। দিন দিন তাদের চলার শক্তি কমে যায় লাউয়ের নরম ডগার মত, বাঁশের কঞ্চি ধরে উঠে দাঁড়াল। ভয়পাবেন না, কারণ এটা আপনারই ছবি, কারণ এরা আপনারই সহপাঠী আপনার আশে পাশে যে যুবক খেলে বেড়াচ্ছে, চুটিয়ে প্রেম করছে, তাদের কয়েকজন বসে আছে ভবিষ্যতের কোঠায়। ঁ* দু'জন থেকে একজন দু'জন থেকে একজন ঘুরতে ঘুরতে আবারও দু'জন তারপর সেই প্রথম লাইন এভাবেই .............মানুষের ইতিহাস চলছে * যুক্তি হেরে গেলো এবং তর্ক এলো তর্ক থামাতে হাতে হাতে লড়াই এলো হাতে হাতে লড়াই থামাতে বুলেট এলো নষ্টরা বুলেট পেয়ে খুশি তাকে থামাতে বুলেটপ্রুফ গ্লাস এলো বুলেটপ্রুফ গ্লাস নিয়ে দুর্নীতি হলো তাকে থামাতে স্বচ্ছতার আইন হলো স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ উপায় যুক্তি শুরুতেই হেরে গেছে তর্ক শাস্ত্র নষ্টদের কথা বলে আইন কখনোই স্বচ্ছ থাকে নি - ড্রাফট ১.০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।