আমি জীবনে খুব বেশি মানুসের সাথে মিশি নাই। তাই হাজার খানেক বন্দু / বান্দবী নেই আমার জীবনে। তবে হাতে গুনা যে দুজন একজন বন্দু - বান্দবীর সাথে মিশেছি তাদের সাথে একেবারে অন্তরংগ ভাবে খুব কাছা-কাছী ভাবে মিসেছি। আমার সবটুকু সত্তা দিয়ে ভালবেসেছি তাদেরকে। বিনিময়ে পেয়েছি সমপরিমান আঘাত।
তারপর ও আমি শুধু তাদেরই ভালবাসি। এবং বাসবও সারা জীবন।
আমার জীবনের এমন একটি মেয়ের সম্পকে জরিয়ে পরেছি্লাম যে আমার সবটুকু অস্তিত্ত জুরেই সবসময় থাকতো । আমার আর তার সম্পকটা এতটা কাছাকাছির ছিল যে একজন অন্যজনকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না। আমরা এতটা অন্তরংগ ভাবে মিশেছিলাম যেন ------।
দুজনার চাওয়া ও ইচছা এক ছিল বলে এত কাছে আসতে কারও বাধা ছিলনা। প্রায়ই সে আমার বাসায় আসতো । আমাদের সম্পকের জন্য সে ৩০০ মাইল দূর হতে এসে ঢাকায় ভতি হয়েছিল।
এত মেলামেশা এত কিছুর পরও একবার গ্রামের বাড়ী বেড়াতে গিয়ে কিযে হলো - সব কিছু যেন সিনেমার কায়দায় বদলেগেল। এখন আমাকে চিনতেও উনার কস্ট হয়।
হেসে খেলে তিনি ঢাকায় বেড়াচেছন। আমিত তাকে এক মুহুরত ভুলে থাকতে পারতেছিনা। আমি কেন পারলামনা তার মত করে ভুলেযেতে? কেনইবা পারিনা তারমত সবকিছুকে ক্ষনিকের ইনজয় ভেবে ভুলেযেতে? তাহলে কি মেয়েরা প্রেম করে শুধুই ইনজয় / টাইমপাস কারার জন্য?
আমার সময়গুলো যে কত কস্টে ও যন্ত্রনায় যাচেছ তা বুঝার কোন অনুভুতিই কি মেয়েদের নেই? , নিদ্রাহীন রাত কাটানো যে কতটা কস্টের তা যদি বিধাতা মেয়েদেরকে এক মুহুতের জন্য বুঝার অনুভুতি দিত তাহলে বুঝতে পারতো আমার যন্ত্রণার পরিমানটা কতটা বয়াবহ।
আমার ঘৃণাহয় এসকল নারিদের কথা ভাবলে। তাই অভিশাপ দিলাম আমার মত করে কাওকে ভালবেসে তা হারিয়ে আমার আজকের কস্টের পরিমানটা যেন বুঝার সুযোগ বিধাতা করে দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।