আমাদের কথা খুঁজে নিন

   

একটা জিনিস কিছুতেই মানতে পারতেছি না। !

যখন কোন মানুষ অতিরিক্ত হাসে , অকারনেই কোন খারাপ দিক দেখেও হাসে তাহলে সে ভিতরে অনেক একাকীত্ব বোধ করে ! সাভারে ভবনধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর খবর শুনেছেন প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক। তাঁদের ৩৯ শতাংশ জানিয়েছেন, ভবিষ্যতে তাঁরা যতটা সম্ভব কম বাংলাদেশি পণ্য কিনবেন। এটা কি মগের মুল্লক নাকি, আজব তো! একটা দেশ যখন নানা রকম সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করছে, ঠিক তখন বিদেশী নাগরিক রা এদেশের পণ্য থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছেন ! কোথায় একটা দেশ কে সাহায্যর জন্য এগিয়ে আসবে বড় বড় দেশ গুলো, তা না করে তারা নাকি পণ্য নিবে না। আরে তারাই তো বড় বড় মুখে, বড় কথা বলেন এই করতে হবে সেই করতে হবে। এটা না করলে এই দেশ থেকে পণ্য নিবো না, সে করবো না! আরে যেখানে একটা টি শার্ট এর দরকাষাকষি করতে হয়, ২ ডলার বা তার কমে করার চিন্তা ভাবনা করে, তাদের অন্তত এটা ওভারোল সব কিছু বোঝা উচিৎ যে একটা টি শার্ট এ যদি ২ ডলার দেই তাহলে কিভাবে সম্ভব সব কিছু মেটানো? তা না করে, তারা বিভিন্ন রকম বানী দিবেন আর বাংলাদেশের মানুষদের বাঁশ দিয়ে অন্য জায়গা থেকে পণ্য কিনবেন !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.