ক্যান্টনমেন্ট কঁচু ক্ষেত থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্তর পর্যন্ত পুরো রাস্তা কয়েক হাজার গার্মেন্টস্ শ্রমিকরা আজ সকাল থেকে অবরোধ করে রেখেছে। চলছে ব্যাপক ভাংচুর। পুলিশ, র্যাব ও গার্মেন্টস শ্রমিকদের মধ্যে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। অফিসে আসার পথে পড়েছিলাম এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে। কয়েকজন শ্রমিককে রাস্তা অবরোধের কারণ জিজ্ঞেস করেছিলাম। কিন্তু সবাই খুবই উত্তেজিত, কেউ কিছু বলছে না। তাই অবরোধের সঠিক কারণ কি বলতে পারছি না। সৌভাগ্যক্রমে এর ভিতর দিয়ে কোনভাবে পার হয়ে অফিসে ঠুকতে পেরেছি সময়মত।
যাদের অফিস ঐ দিকে বা যারা ঐ রাস্তা ব্যবহার করেন বা যাদের আজ ঐ দিকে কাজ আছে তাদের আজ এই রাস্তাটি ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করাই শ্রেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।