নোয়াখালীর বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে পুলিশ ৩ বখাটে যুবককে আটক করেছে। সোমবার দুপুরে তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা হলো, আমির হোসেন (২০), পিতা: নুর আহাম্মদ গ্রামঃ নরোত্তমপুর; মোহন (২১) পিতা: আবু তাহের মেম্বার, নরোত্তমপুর ও আবদুল (২১) পিতা: রফিকুল্লাহ, গ্রাম: হাজীপুর। জানা যায়, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু সংখ্যক বখাটে যুবক মেয়েদের উত্যক্ত করছে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ফারুক আল-মামুন সোমবার দুপুরে স্কুলের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৩ বখাটে যুবককে আটক করে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ওসি মো: আবদুর রব জানান, নোয়াখালীর পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী জেলার প্রত্যেক থানা এলাকায় ইভটিজিং বন্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের পর আমরা চৌমুহনীতে অবস্থিত স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং বন্ধের জন্য আপ্রাণ চেষ্টা করছি। যারা স্কুল কলেজে মেয়েদের উত্যক্ত করছে তাদেরকে অচিরেই গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।