মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পাশাপাশি সড়ক স¤প্রসারণের ফলে বেগমগঞ্জের চৌরাস্তার বর্তমান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভটি সরিয়ে নতুন করে নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শনিবার সকালে নবরূপে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভ স্থাপন ও শোভাবর্ধন পোয়ারার ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মাহবুবুর রহমান।
সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে ২০ ল টাকা ব্যায়ে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ হবে। নির্মাণকাজের উদ্বোধনের সময় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা ডিজাইনের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিবহন করে এমন বিষয় অন্তর্ভূক্ত করার দাবি জানলে ড. মাহবুবুর রহমান স্মৃতিস্তম্ভের নকশার সংশোধনের আশ্বাস দেন।
বেগমগঞ্জ চৌরাস্তার পশ্চিম-উত্তর কোনে স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাখাওয়াত হোসেন, চৌমুহনী পৌরসভার মেয়র এডভোকেট আব্দুর রহিম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজারুল মান্নান, সড়ক ও জনপথ বিভাগ নোয়াখালীর তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী সাইফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবুল হোসেন বাঙালী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বেগমগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রুদ্র মাসুদ প্রমুখ।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. মাহবুবুর রহমান বলেন, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতিস্তম্ভ আমাদের মাঝে মুক্তিযুদ্ধে বীর শহীদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিবে এবং আগামি দিনে উন্নত বাংলাদেশ গঠনে আমাদেরকে প্রেরণা যোগাবে। তাই আমাদেরকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।