তুমি মধুর ও বসন্তের আনন্দ আবেশ,
তুমি শুকনো বনের সুরের ঝড়।
তুমি তুমিই আমার গোধুলী ধুসুর শ্যামল বনান্তর,
তুমি ভুবন জুরানো মিলন সুরের বীনা,
তুমি নিরব স্বপন ধারায় মিশানো ছাঁয়া।
তোমার হাতের ছোঁয়ায় জোনাক রাতের পরশ,
তোমার মিলন মেলায় জোৎসনা করে পাগল।
তোমার তোমারই মাঝে সুখের সুরের চলন।
তোমার চোখের জলধারায় আমার হারিয়ে যাওয়ার টান,
তোমার আর আমার আলিঙ্গন রবে অনন্তকালের সাথে মিশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।