আমাদের কথা খুঁজে নিন

   

কিশোরের কিশোরী

আধারে দেখা বৃত্তান্ত আলোয় প্রকাশ

তুমি আমার হবে? তোমাকে নিয়ে যাবো নবগঙ্গার ধারে। বাঁকানো ভেটুলগাছের উপর থেকে পানিতে লাফিয়ে পড়বে আর বেলে মাছ অলসতা ছেড়ে একটু দূরে পালাবে। ছেলেদের সাথে নৈল খেলে চোখ রাঙিয়ে মায়ের সামনে যেতে ভয় পাবে! ভয় নেই! ওই ছেলেরাই তোমাকে চোখ সাদা করার অকার্যকর এক মন্ত্র শিখিয়ে দেবে। বল তুমি আমার সাথী তোমাকে নিয়ে যাবো দূরের বাগানে আম খাতি। দৌঁড়ে আম ধরতে গিয়ে মাটির সাথে আঁচড়ে পড়ে তোমার রক্ত বেরোবে পেটের বাম দিকে কেটে গিয়ে। মায়ের বকুনীর ভয়ে তুমি কুণ্ঠিত হয়ো না আঝালার রস দিয়ে ডেকে দেবো তোমার লাল রঙের প্যান দিয়ে, আর কেউ দেখবে না। ভয় পেয়ো না দুষ্টরা তোমাকে অনিষ্টে ফেলে দেবে আবার সাথে বাঁচার কিছু অব্যর্থ সূত্রও ধরিয়ে দেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.