কবিতায় প্রিয় কবিদের ছায়া থাকে! সবাই সে ছায়া থেকে বের হওয়ার চেষ্টা করে! আমি উল্টো কাজ করলাম! কবিদের মত করে লেখার চেষ্টা করে দেখলাম হয় কি না ! হয়নি ! যা হোলো তা প্রকাশ যোগ্য নয় বলেই আমার ধারনা । মস্করাও বলতে পারেন।তবে অনেকক্ষন ভেবে চিন্তে ব্লগে দিলাম...বেশ ভয়ে ভয়ে! আশা করি কেউ সিরিয়াসলি দেখবেন না! নিতান্তই ফানি পোষ্ট...তারপর ও মনে হচ্ছিল ফানের বাইরেও যেন কিছু আছে!
কই গেলি তুই নীল জোছনা !
উৎসর্গ: কবি হেলাল হাফিজ
অহর্নিশি জ্বলছে মনের গেরস্থালী
বইছে যত বৃষ্টি সহ ঝড়ো বাতাস
বৃষ্টি ঝড়েও মনের আগুন হায় নেভেনা
বইছে আরো দ্বিগুন বেগে ধিকিধিকি
কই গেলি মোর জোসনা রাতের আধখানা চাঁদ
কই গেলি মোর সাগর বেলার উদাম বাতাস
কই গেলি মোর বুকের কোনের ধুক পুকানি!
আয় দেখে যা ভাঙছে বুকের হাড় কখানা
হৃদয়টাও মরছে যে হায় একই সাথে!!!
পিতা
উৎসর্গ : কবি নির্মলেন্দু গুণ
সে কালের পাথরে ধারালো হাতে নিঁখুত
ভাস্কর্য বানাতো
আদিম উত্তাপে জ্বলতো চোখের ভূমি
দু:স্বপ্নের প্রাচীর গুড়িয়ে দিত
সে ছিল যোদ্ধা, একনিষ্ঠ সৈনিক সময়ের!
তার ঋদ্ধ ভাষনে চকচকে হতো
ঝলসাতো ছুরির গা
সে মাড়িয়ে দিত বারুদের গুড়ো
রক্ষিত ভয়ের গুদাম
আজ আর তাকে দেখিনাকো....
"আপনাকে বড় প্রয়োজন "
তবুও খাঁ খাঁ প্রতিটি কোন
নিস্পন্দ ইথার
শুধু তার গায়ের গন্ধ পাই
ভেসে আসে কোথা থেকে যেন!
টেলিফোন
উৎসর্গ: কবি মহাদেব সাহা
টেলিফোনে টোন নেই
ভাবনাগুলো আলসেমি ভরে কোথায় যে কার কাছে যাবে!
দু দন্ড ফাঁকা ঘরে একা একা চেল্লাবো কিনা ভাবছি
নাকি ন্যাংটো হয়ে আয়নার সামনে গিয়ে দাড়াবো
হায় এ এমন দিন যে
সমস্ত কাজগুলোতেই লেপ্টে থাকে ভাইরাস
এমন কি ঝর্নার জলে পা ডুবিয়ে রাখলে
মনে হবে পা বেয়ে উঠবে সাপ
আর সাদাটে মেঘগুলোকে মনে হবে মৃতদের কাফন
এমন সময় ক্রিং ক্রিং.....
টেলিফোনি জীবন আহা !
ভাবনাগুলো তারের ভেতর দিয়ে দুরে দুরে যেতে থাকে!
প্রেম!!
উৎসর্গ : কবি আহসান হাবীব
জানেন তো চিলেকোঠায় ভাড়া কম
আর জনাব ছাতটা পাচ্ছেন একদম ফ্রি
শ্যাওলা পড়া ছাত?
চোখের সামনেই দরজায় ঝুলিয়ে রাখা আছে
"সাবধান" নোটিশ বোর্ড
কথা দিচ্ছি খুব সাবধানে চললে
পা ফসকাবেননা!
অন্য ভাড়াটেদের সাথে চিরকাল?
হ্যা......অচেনাই!
শুনলেন তো ? মেনে নিয়েছেন?
এবার আপনি মনের চিলেকোঠা
ভাড়া নিতে পারেন !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।