আমাদের কথা খুঁজে নিন

   

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছেঐ। যতীন্দ্রমোহন বাগচী Featuring পাহাড়ের কান্না

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, মাগো আমার চান্দে উঠার বাঁশের চঙ্গা কৈ? পুকুর পাড়ে, ঘোলা জলে মিটিমিটি তারা জ্বলে, ঝাপ দিয়ে পরি পুকুর জলে তারা গেলো কৈ? মাগো, আমায় দাও এনে দাও চান্দে উঠার মই। চান্দে আমি উঠবো ঠিকই আজ নয়তো কাল, তুমি আমায় যতই মারো যতই দাওনা গাল। জানলা আমি খুলি যখন, চাঁদের দিকে তাকাই তখন, ব্যাঘাত ঘটায় জানলা ধারের আম গাছের ঐ ডাল। মেঘে ঢেকে চাঁদের কেন এমন হল হাল? বল মা মই কোথায় পাবো দাওনা ওমা এনে, বাজার থেকে লক্ষ হাজার বাঁশ এনে দাও কিনে। বাঁশ দিয়ে মই বানিয়ে যাব, মাগো তুমি একটু ভাব, চাঁদে আমি যাবই চলে কি লাভ মিছে পিছু টেনে? মাগো তোমার দোহাই লাগে কথাটা নাও মেনে। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ, এমন সময় মাগো আমার চঙ্গা খানা কৈ? মুল কবিতাটি পড়ুন এইখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.