কবিতা মনের কথা বলে।
কে তুমি অপরৃপা সাজাঁলে এ তিথি!
কানন কুন্জে যেন ফুটন্ত এক গোলাপ,
মোহিত করেছ চারিপাশ।
কেশ বিন্যাস সাজিঁয়ে যেন তুমি হিরন্ময়ী
করেছ মাতোয়ারা বৈচিএ কারুকাজে।
কোমল পদ্মের ন্যায় নিয়ত আকর্ষন
গ্রাসিছে উদ্দান মরু গিড়িতলে।
সুরম্য প্রাসাদে যেন শোভিত কিরীট
সযতনে আনমনে করিছে দৃষ্টি হরন,
নয়ন মনোহরে,তুমি কোন কাননের ফুল?
চারিপাশ্বে সৃজন করিলে এ কোন কৌতুহল!
অংগ সুষুমা অপলক চাহনি যেন মনোহর
অবয়ব পরিষ্ফুটিত অভিসার যাত্রায়,
আপনার অজান্তে পূর্ন শশধর।
শোভিছে গ্রাসিছে যেন নব প্রান সন্চারে
আলোর বিভাবরী উদয় গিড়িতে।
আজ ফুলেরা যেন নিষপ্রভ তোমার মোহিনী রাগে।
তুমি কোন কাননের ফুল গো!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।