ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
তুমি কোন্ কাননের ফুল,
কোন্ গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন্ স্বপনের পারা ।।
কবে তুমি গেয়েছিলে,
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি. . .
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা।।
তুমি কথা কয়ো না,
তুমি চেয়ে চলে যাও,
এই চাঁদের আলোতে
তুমি হেসে গলে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।