আমাদের কথা খুঁজে নিন

   

সৌরবিদ্যুৎ নিয়ে কিছু অহেতুক কথা !

এক অসংজ্ঞায়িত চরিত্র!!

আজকের বিদ্যুৎের এই দুরবস্থার জন্য কারা দায়ী ? শুধু সরকারি নীতি নির্ধারকরা বা সুবিধাভোগী আমলারা । কখনো না ,আমরা শিক্ষিত সমাজ ও দেশীয় উদ্যোক্তারা সমান ভাবে দায়ী । আজ আমাদের কিছু বিকল্প চিন্তা করতে হবে । আমাদের দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার শুরু হয়েছে অনেক আগে । কিন্তু এর অগ্রগতি যৎসামান্য . কারণগুলি নিম্নরুপঃ -সরকারি ও বেসরকারি উদ্যোগের অভাব ।

-সচেতনতার অভাব । -দরকারী সরঞ্জামের আমদানি নির্ভরতার কারনে ব্যয়বৃদ্ধি। কিছদিন পুর্বে এক সমীক্ষায় দেখা গেছে ,ঢাকা শহরের অভিজাত এলাকায় বিশাল এপার্টমেন্ট ব্লক ,আলোক ঝলমলে বিপণীবিতান,বহুজাতিক কম্পানির অফিস ইত্যাদির অর্ধেকে যদি সৌরবিদ্যুৎ এর ব্যবস্থা করা যেত তাহলে ৭০০ মেগাওয়াটের মতো সাশ্রয় হতো । কিছু অহেতুক কল্পনাঃ -কোটি টাকা খরচ করে খুটিবানিজ্যের মাধ্যমে বিদ্যুৎ লাইনের সম্প্রসারন না করে গ্রামে গ্রামে সে টাকায় সৌরবিদ্যুৎের প্লান্ট বসালে সেচের মৌসুমে পানির পাম্প চালান যেত। -একদিকে জাতীয় গ্রিডের উপর চাপ কমত ।

অপরদিকে আমদানি করা তেল ও আমাদের সীমিত গ্যাসের সাশ্রয় হতো । -বাসাবাড়ীতে সৌরবিদ্যুৎের ব্যবহার উৎসাহিত করার জন্য কিছুটা ভতুকি ব্যবস্থা করলে এবং ক্ষুদ্র ,বৃহৎ শিল্পে নিরবিচ্ছন্ন বিদ্যুৎের ব্যবস্থা -সচেতনতার বাড়ানোর জন্য প্রচার কার্যক্রম চালানো ও সহজ শর্তে ঋণসুবিধা দিয়ে দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিতকরণ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.