আমাদের কথা খুঁজে নিন

   

রাতেও সৌরবিদ্যুৎ উৎপাদন

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট আর্থটেকলিং এক প্রতিবেদনে জানিয়েছে, সোলানা জেনারেটিং স্টেশনে বেশ বড় একটি সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট স্থাপিত হয়েছে। সেখানে সর্বাধুনিক তাপ সংরক্ষণ প্রযুক্তিতে সূর্যের তাপশক্তি রাতের জন্য সংরক্ষণ করবে।
একজন এপিএস মুখপাত্র জানিয়েছেন, তাদের আশা প্ল্যান্টটি অক্টোবরেই বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে। এটি এখন গ্রিডে পরীক্ষা করা হচ্ছে। এমনকি তিন বর্গমাইল সূর্যালোকের অনুপস্থিতিতেও এটি পরীক্ষা করা হচ্ছে। প্রকল্পটিতে দেড়শ’ কোটি ডলার খরচ হচ্ছে।
সোলানার ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম কেন্দ্রটি প্রায় ছয় ঘণ্টার জন্য শক্তি সংরক্ষণ করে রাখতে পারবে।
অ্যাবেনগোয়া ছোট পরিসরে স্পেনে ভিন্ন একটি প্রযুক্তি পরীক্ষা করছে, যা এ বছরের শেষে বড় আকারে যুক্তরাষ্ট্রের নেভাডার ক্রিসেন্ট ডান্স প্ল্যান্টে সৌরশক্তি সংরক্ষণ আরম্ভ করবে বলে আশা করা হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।