পাকি দালাল, ভারতীয় দালাল, রাজাকারমুক্ত ব্লগ।
MoJo কাগু বিজয়ে কপিরাইট-প্যাটেন্ট-ডিজাইন-ট্রেডমার্ক কথাগুলি ব্যবহার করে থাকেন। কিন্তু এখন যে পুরা তার নাম নিয়েই টানাটানি?? চট্টগ্রামে শুরু হচ্ছে জব্বারের বলি খেলা। কাগুর নাম নিয়েই এবার টানাটানি। কি করবেন কাগু? বলবেন নাকি তার নাম এর লেআঊট বদল করে এই বলি খেলা শুরু হয়েছে, তার নাম চুরি করে এই খেলার নাম করায় কপিরাইট লঙ্গন হয়েছে?
আসেন কাগুর এ নিয়ে স্টেটমেন্টের নমুনা বানাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।