চট্টগ্রামের বিশেষত্ব যে কয়েকটি বিষয়ে আছে তার অন্যতম জব্বারের বলীখেলা
বলী খেলা- কুস্তি প্রতিযোগিতা। শত বছরের পুরনো এই খেলাকে ঘিরে আরো নানা আয়োজন করে চট্টগ্রামের আয়োজকবৃন্দ।আজ ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিকেল চারটায় এ খেলা হবে।আশেপাশে বসবে হরেকরকম বিষয়ে সাজানো বৈশাখী মেলা। আবদুল জব্বারের বলী খেলার উপর সংগৃহীত ডকুমেন্টারী ফিল্ম লন্ডনের বাকিংহাম প্রাসাদে সংরক্ষিত আছে।বন্দর নগরী চট্টগ্রামের বৈশিষ্ট্য জব্বারের বলী খেলার সাফল্য কামনা করি।
ফলাফলঃ এবার চ্যাম্পিয়ন হয়েছেন নতুন একজন তার নাম আলম বলী। টেকনাফের আলম বলী। রানার আপ হয়েছেন মীরসরাই-র লিয়াকত বলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।