আমাদের কথা খুঁজে নিন

   

বলবো গোধুলি প্রেম;বুকের চামড়ায় কাজল আটকে আছে

.

সব জন্মদাতাদের কথা বলি আজ তারা ঘোলা জলে চোখ মেলে আছে হিসেব সামলে চলা মনে বিস্ফোরিত মুহুর্ত ভেলকিবাজি অমাবশ্যার আকাশে দিন উড়ে যায় বলবো গোধুলি প্রেম;বুকের চামড়ায় কাজল আটকে আছে একটিই শুকতারা, ছিড়ে আঁচলে বেঁধে আছি বেলাজ হাওয়া সঙ্কুচিত হত্যা মেনেছে অচেনা প্রান্তরে অথচ তোমার মুখ গেঁথে আছে অন্তরে এক লক্ষ শুভ্র ডানা কবুতর কে কার হ্রদয়ে ক্লান্ত নোঙ্গর গাড়ে জোয়ারের জল লুকিয়ে বেড়ায় রচনা: ১২ ই আগস্ট, ২০০৭ ( পুন:প্রকাশিত )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।