আমাদের কথা খুঁজে নিন

   

এয়ারটেল চুপিচুপি বাঁশ দেয় সবার অজান্তে !

যখন কোন মানুষ অতিরিক্ত হাসে , অকারনেই কোন খারাপ দিক দেখেও হাসে তাহলে সে ভিতরে অনেক একাকীত্ব বোধ করে আগে জানতাম হারামী ফোন (গ্রামীণ ফোন) বাঁশ দিত , বিভিন্ন রকম কলরেট থেকে শুরু করে ইন্টারনেট প্যাকেজেও বাঁশ দেয় । কিন্তু এয়ারটেল ও বাঁশ দিত বুঝতে পারি নাই ! গতকাল সন্ধ্যায় ১৯ টাকা লোড করছি, রাত ১১ টায় দেখি ২ টাকা ৫০ পয়সা নাই ! আমি কোন নাম্বার এ ফোন বা মেসেজ দেইনি কিন্তু কি জন্য টাকা কাটলো কিছুই বুঝিনাই ! আমার কোন ধরেনের সার্ভিস অন করা নাই । তাহলে কিসের জন্য ২ টাকা কেটে নিলো? সকাল ৯ টায় ঘুম থেকে উঠে দেখি, আরও ২ টাকা ৫০ পয়সা নাই ! পুরা মাথায় হাত দিয়ে বসলাম। যেখানে অভাবে দিন যাপন করতেছি, সেখানে বাল টেল (এয়ারটেল) বালের চার্জ কেটে নিয়ে বাঁশ দিতেছে ! অবশেষে কাস্টমার কেয়ার ৭৮৬ এ ফোন দিলাম কম্পিউটার ভয়েচে একজন বলল বাংলার জন্য ১ চাপুন , ২ চাপুন আরও অনেক কিছু আভাবে চলে গেলো ২ মিনিট! তারপর কাস্টমার কেয়ার যাওয়ার জন্য ০ চাপ দিলাম। একজন মহিলা অপেক্ষা করতে বলল কিন্তু ৬মিনিট পযন্ত অপেক্ষা করলাম বাট বালটেল এর কেউ ফোন ধরলো না ! এখানেও খেলাম বাঁশ আমার টাকা শেষ হয়ে যাবে তবুও কেউ ফোন ধরবে না ! [এভাবে যে আমরা প্রতিদিন বাঁশ খাই, বাল টেল (এয়ারটেল) এর মত ফোন কোম্পানি গুলো থেকে । কেন, কিসের জন্য আমাদের টাকা কেটে নিবে? আমরা কি ওদের রড দিয়েছিলাম নাকি? কোন কারন ছারাই টাকা কাটবে? টাকা কি এয়ারটেল এর ______ দিয়ে পড়ে নাকি?]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।