"সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই..."। আজকের বাংলাদেশের বাস্তবতায় এভাবে বলা যায়, "সবার উপরে ছাত্রলীগ সত্য তাহার উপরে নাই..."। টেন্ডারবাজি, অস্ত্রবাজি, সন্ত্রাস, হাঙ্গামা, চাঁদাবাজি, হামলা-হুমকি হেন কাজ নেই যার সঙ্গে তারা জড়িত থাকে না। শুধু তাই না এরা নারী নির্যাতন-লাঞ্ছনা, অপহরণ, ভর্তি বাণিজ্যসহ নানান অপকর্ম ও অনৈতিক কর্মকান্ডের সাথেও জড়িত বলে সংবাদপত্রের ভাষ্য।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের দায় এড়াতে ছাত্রলীগের সাংগঠনিক সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।
কিন্তু তাতেও কাজ হয়নি। ইডেন কলেজের ছাত্রলীগ ও নেতাদের মনোরঞ্জন বিষয়ক রিপোর্টতো রীতিমত এক ভয়াবহ অনৈতিকতার নজির। নানা সময়ে বিভিন্নভাবে শেখ হাসিনা ছাত্রলীগকে হুশিয়ার করেছেন। কোন ফল দেয়নি। সমস্যাটা কোথায়? শর্ষের ভেতরে যদি ভূত থাকে তাকে তাড়ানো খুব কঠিন।
দেশবাসি কিন্তু জানেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ছাত্রদলের লাগামহীন সন্ত্রাস, টেন্ডারবাজি, ধর্ষণ, চাঁদাবাজি ও অ ন্যান্য অপকর্মের কথা। তা থেকে ছাত্রলীগ কী কোনই শিক্ষা নিয়েছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।