আমাদের কথা খুঁজে নিন

   

শ্রমিকের লাশ পেরিয়ে বিজয়সরণী-তেজগাঁও সড়কে


বিজয়সরণী-তেজগাঁও সংযুক্ত হলো । কিন্তু সেই সংযুক্তি ঘিরে রীতিমতন দীর্ঘ নাটক । রাংগস ভবনকে ভেংগে অনেক জমি অধিগ্রহন করে এই সড়কটি নির্মিত হয়েছে । এই সড়ক নির্মিনকে কেন্দ্র করে সবচেয়ে মর্মান্তিক ঘটনা রাংগস ভবন ভাংগতে গিয়ে সেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে ২২ জন শ্রমিক মারা যায় । আরো মর্মান্তিক ঘটনা হলো সেই লাশ চাপা পড়ে থাকে কয়েকদিন, অনেক দেরী উদ্ধার কাজ শুরু হয় এবং কয়েকজন জীবিতও আটকে ছিল ।

আর এ দেশে অবশ্য একজন শ্রমিকের জীবনের দামই বা কতো ?? সেই সড়কটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় ২০ এপ্রিল যদিও আরো অনেক আগেই খুলে দেয়ার কথা ছিল । কিন্তু এই সড়কটির একপাশের ফুটপাত মাত্র দেড় ফুটের মতন । আর সড়কটি গিয়ে মিশেছে তেজগাঁও সড়কে । আর সেই সড়কটি সোজা গুলশানের সাথে সংযুক্ত হওয়ার কথা । কিন্তু বর্তমানে এ সড়ক কতটুকু সাহায্য করবে যানজট নিরসনে ?? অবশ্য তেজগাঁও আর গুলশান মহাখালী বাসী বা মোহাম্মাদপুর শাম্যলী এসব এলাকার আন্ত যোগাযোগ সরাসরি হয়েছে ।

তারপরও নতুন রাস্তায় গিয়ে ভালো লাগল । তবে আরেকটু পরিকল্পনা মাফিক কাজ করলে হয়তো ভারো হতো । ছবি দুটি ইন্টারনেটে পাওয়া । রাংগস ভবনের ছবিটা রাহা'র ব্লগ থেকে নেয়া ।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.