কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। মোদের ঘাম ঝড়ছে অবিরাম তাই দেখে তোমরা পাচ্ছ আরাম দিচ্ছ না তবু একটুখানি বিশ্রাম। মোরা আজ সংগ্রামী শ্রমিক করতে চাই না পরিশ্রম অমানুষিক চাই ন্যায্য পারিশ্রমিক প্রয়োজনে জীবন দেবো নির্ভীক। দাবী মোদের একটা কাজ করবো আট ঘন্টা নইলে দিয়ে দেবো জানটা তবু জুড়াবে মনটা। এই দাবীতে মোরা রইব অটল ধরবে না এতে কোনরূপ ফাঁটল গড়ে তুলব তীব্র আন্দোলন তবেই পরাজিত হবে তোমাদের আস্ফালন।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।