আমাদের কথা খুঁজে নিন

   

সাভারের ধ্বংসস্তূপে ভারী যন্ত্রপাতির অভিযান এখনই নয়

সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্য থেকে এখনো জীবিত মানুষ উদ্ধার হতে থাকায় অভিযান পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। এ কারণে এখনই ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে না।
উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল হাসান সোহরাওয়ার্দী আজ শনিবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।
সোহরাওয়ার্দী বলেন, ‘আমরা এখনো জীবিত মানুষ পাচ্ছি।

জীবিত সর্বশেষ ব্যক্তিটিকেও আমরা উদ্ধার করতে চাই। তাই “ম্যাসিভ অপারেশন” এখনই চালানো হবে না। কেননা ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান জীবিতদের ঝুঁকিতে ঠেলে দিতে পারে। যদিও ভারী যন্ত্রপাতি ইতিমধ্যে সেখানে জড়ো করা হয়েছে। স্থানে স্থানে কংক্রিট ফুটো করে উদ্ধার অভিযান চলছে।


এর আগে গত বৃহস্পতিবার জানানো হয়েছিল, আজ সকাল থেকে ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হবে। ৭২ ঘণ্টা পরও জীবিত লোকজনের সন্ধান পাওয়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে উদ্ধারকারী দল। সরকারের পক্ষ থেকেও জীবিতদের উদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সোহরাওয়ার্দী বলেন, ‘এ উদ্ধার অভিযান এখন খুবই ঝুঁকিপূর্ণ। নিজেদের প্রাণ বাজি রেখে উদ্ধারকর্মীরা কাজ করছেন।


সাভারে এ ভবনধসে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ৩৪১ ছাড়িয়েছে। ৩০৯টি মৃতদেহ পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪১৫ জনকে।
ভবনটিতে মোট পাঁচটি পোশাক কারখানা ছিল, এ ছাড়াও ছিল দোকানপাট। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।