আমাদের কথা খুঁজে নিন

   

সাভারের মানবিক বিপর্যয়ের খবর

সমাজ থেকে কল্পিত দ্বন্দগুলো দূর হোক। মানুষ হিসেবে আমি অত্যন্ত আবেগ প্রবণ। সাভারের মানবিক বিপর্যয়ের খবর যখন টেলিভিশনে দেখছি তখন চোখ পানিতে ভিজে যাচ্ছে। আার কল্পনায় কিছু দৃশ্যের অবতারণা হচ্ছে. মনে হচ্ছে ঐ পরিস্থিতির স্বীকার যদি আমি হতাম তাহলে কি হতো। শুকুর আলহামদুলিল্লাহ বলার কোন কারণ নেই যে আমি ঐ দূর্ঘটনার স্বীকার হয়নি। যারা দূর্ঘটনার স্বীকার হয়েছে তাদের বেঁচে থাকার ইচ্ছা আর আমার বেঁচে থাকার ইচ্ছার মধ্যে এতটুকু পার্থক্য নেই। পার্থক্য নেই তারা যাদের সন্তান বা তাদের যারা সন্তান তাদের পারস্পারিক ভালবাসা এবং আমার পারস্পারিক ভালবাসার মধ্যে। আমি ঐদূর্ঘটনার স্বীকার হয়নি বলে আল্লাহুর কাছে শুকরিয়া জানাবো-এর অখন্ডনযোগ্য যৌক্তিক কোন কারণ নেই। আমি শুকরিয়া তখন জানাবো যখন-এই মানবিক মহা-বিপর্যয়কে নিয়েও যে সকল রাজনীতিবিদরা রাজনীতি করতে দ্বিধাবোধ করছেনা বা এতটুকু আবেগ আপ্লুত হচ্ছেনা তাদের যখন শাস্তি হবে; যে ব্যবসায়ীরা অন্যের জীবনের চেয়েও নিজের পূজিঁ বৃদ্ধির ব্যাপারে সচেষ্ট থাকে তাদের যখন শাস্তি হবে। ঐ দূর্ঘটনায় যারা বেঁচে আছে আল্লাহ তাদের যেন দ্রুত সুস্থ্য করে তোলে! এই কামনায়-শুভ রাত্রি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।