যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
বেঞ্চে আমার পাশে যিনি বসে আছেন,
তিনি আমার বাবা ।
চলে গেছেন ভালবেসে অচেনা জগতে,
সেখানে আমিও যাব ।
রোদ নেই,ছায়া নেই,
মর্ত্যের মতো কাড়াকাড়ি নেই অর্থ-বিত্তের,
সেই জগতে ।
নেমেসিসদের ধ্বংসযজ্ঞের চিহ্নও নেই,
যুগে যুগে প্রেমের আরাধনাও নেই,
সলিল হওয়া মানুষেরা অসীম সুখে
পার করছে অনন্ত সময় ।
শীতল হওয়া মানুষের দলে,
আমিও আদিমতার ঐশ্বর্য ফেলে,
ভীড় করবো কোন এক সকালে ।
বেঞ্চে বসে আমি আর
গ্র্যাভ ইয়ার্ডে শুয়ে থাকা সমস্ত মানুষেরা,
বিভোর ছিলাম সেই গল্পে ।
এটা কি তবে গল্পই ?
নাকি আবারো বাঁচার প্রেরণা ? বেঁচে থাকার ক্ষুধা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।