আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চিবেলার আরো কয়েকটি ছড়া

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

এর আগেও পিচ্চিবেলার তিনটি ছড়া নিয়ে একটি পোষ্ট দিয়েছিলাম। আজকে আরো কয়েকটি ছড়া দিলাম যেগুলো আমার খুব পছন্দের ।

আপনাদের ভাল নাও লাগতে পারে। সেক্ষেত্রে মেজাজ খারাপ হলে মাইনাস দিয়ে মেজাজ ঠান্ডা করে যাবেন কিন্তু ১. খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কার বাড়ী আয় রে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায়। ছড়াটা ভুলে গিয়েছিলাম। পরে পুরাতন ভাইয়া দিয়েছেন। ছড়াটার সাথের ছবিটা ছিল এরকম যে, মা খোকন কে ভাত খাওয়াচ্ছেন কিন্তু খোকন কোথাও চলে যাচ্ছে।

পাশে ছিল কয়েকটা কাক। মা কাক কে ভাত দেওয়ার ভয় দেখাচ্ছিলেন খোকন কে ২. নোটন নোটন পায়রাগুলি, ঝোটন বেঁধেছে ও পারেতে ছেলে-মেয়ে নাইতে নেমেছে দুইদিকে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদু দেখেছে দাদুর হাতে কলম ছিল ছুড়ে মেরেছে উফফ! বড্ড লেগেছে। ছড়ার সাথে ছবিটাও বেশ ছিল। পুকুরের ছোট ছেলে-মেয়ে গোসল করছে। এক পাড় থেকে দাদা কলম ছুড়ে মেরেছেন, সেটা গিয়ে লেগেছে রুই মাছের গায়ে ।

৩. আমপাতা জোড়া জোড়া মারব চাবুক, চলবে ঘোড়া ওরে বুবু সরে দাড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া ক্ষেপেছে চাবুক ছুড়ে মেরেছে। ৪. এবার যে ছড়াটার কথাটা বলবো সেটা মনে হয় সবারই পছন্দের। ছড়াটা বেশ সুর করে করে পড়তাম। এখনও পড়ি। যেভাবে সুর করে পড়ি সেভাবেই লিখার চেষ্টা করছি।

কতটুকু হবে জানিনা। আয় আয় চাঁদ মামা টিপ দিয়া যাআ... চাঁদেএএএর কপালে চাঁদ টিপ দিয়ে যা। ধান ভানলে কুড়োওও দেবো... মাছ কাটলে মুড়োও দেবো কালো গাইয়ের দুধ দেবো দুধ খাবার বাটি দেবো চাঁদেএএএএর কপালে চাঁদ টিইইইপ দিয়ে যা ৫. ঘুম পাড়ানী মাসি পিসি মোদের বাড়ী এসো খাট নেই পালং নেই পিড়ি পেতে বোসো। ছড়াটা ভুলে গিয়েছিলাম। কাব্য ভাইয়া দিয়েছে বলে মনে পড়েছে।

। ধন্যবাদ কাব্য ভাইয়া ৬. খোকা ঘুমালো - পাড়া জুড়ালো , বর্গী এল দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ! ধান ফুরালো - পান ফুরালো , খাজনার উপায় কি, আর কটা দিন সবুর কর - রসুন বুনেছি । এই ছড়াটাও একেবারে ভুলে গিয়েছিলাম। ইব্রাহীম আহমেদ ভাইয়া না দিলে মনে পড়ত না। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ৭. ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ ঐ খানেতে বাস করে কানা বগের ছা ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই।

এটা ক্লাশ ওয়ানে পড়েছিলাম মনে হয়। এটার কথা মনে ছিল তবে দিতে চেয়েছিলাম না। নুরুন্নেসা আপু দেওয়াতে ভাবলাম দিয়েই দিই। লিস্ট টা বড় হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।