আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)
১.
হাট্টিমাটিম টিম,
তারা মাঠে পাড়ে ডিম।
তাদের খাড়া দুটো শিং,
তারা হাট্টিমাটিম টিম।
ছড়াটি আমার অসম্ভব পছন্দের ছিল এবং এখনও... ছড়ার সাথে পেট মোটা খাড়া শিংওয়ালা অদ্ভুদ প্রানী দুটোও খুব ভাল লাগত। ইদানিং ছড়াটা বেশী মনে পড়ছে। প্রায়ই মনে মনে পড়ি।
নেটে খোজা খুজি করে সেই ছবিটা পেলাম না
২.
আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে,
ঢাকা ঢোল ঝাজোর বাজে।
বাজতে বাজতে চলল ঢুলি,
ঢুলি গেল কমলা ফুলি।
কমলা কুলির টিয়েটা,
সূয্যি মামার বিয়েটা।
দ্বিতীয় পছন্দে রয়েছে এই ছড়াটা। ছড়াটার সাথে ডোল গলায় হাসিখুশি এক জন সং এর ছবিটাও বেশ ছিল।
৩.
আর একটি ছড়া খুব পছন্দের ছিল। ছবিটা ছিল এরকম যে, মা বাচ্চা নিয়ে আছে, আর একটা ভোদর নাচতে নাচতে চলে যাচ্ছে।
আয়রে আয় টিয়ে
নায়ে ভরা দিয়ে
না নিয়ে গেল বোয়াল মাছে
তাইনা দেখে ভোদর নাচে
ওরে ভোদর ফিরে চা
খুকুর নাচন দেখে যা।
ছড়াটার প্রথম লাইন গুলো ভুলে গিয়েছিলাম। সমুদ্র কন্যা আপুকে অনেক ধন্যাবাদ ছড়াটা দেওয়ার জন্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।