যখন অলস সময় পাই, কিংবা রাতে একাকী সময়টা, তখন তোমাকে মনে পরে ..!! পরক্ষনেই ভুলে যাবার চেষ্টা.... দায়িত্ব এবং আরও হাজারো চিন্তায় তোমার ভাবনা গুলো আবার হারিয়ে যায়... আবার ব্যস্ততা, মনে পরা, ভুলে যাওয়া ....... চলে যাচ্ছে দিন, ভালই তো....!!! বাংলার সকল আবালবৃদ্ধবনিতা যে প্রশ্নের উত্তর দিতে মাথা চুলকায় সেই প্রশ্নখান হইল , হু ইজ দ্যা উহুম , বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে ? ?
ইহা এমন এক প্রশ্ন যা কিনা ম্যান টু ম্যান , পারসন টু পারসন , দল টু দল , ইয়ার টু ইয়ার , এভ্রি ফাইভ ইয়ার ভ্যারি করে । এই প্রশ্নে সবচেয়ে বেশি বার ধরা খায় প্রাইমারি আর সদ্য মাধ্যমিকের পুলাপান , কারণ এদের ই এই প্রশ্নের উত্তর বেশি দিতে হয় । উই ওল , আমরা সবাই ই একসময় প্রাইমারী স্টুডেন্ট ছিলাম , আমাদের হয়তো এই ধরণের ম্যান্টুম্যান ভেরি করা কুশ্চেন এর আন্সার দিতে হইসে । কে কুনটা দিছিলেন ?
যাই হোক , আমি আমার কিছু অভিজ্ঞতার কথা বুলতে এই লেখা লিখতেছি ।
তখন পড়ি কেলাস ফাইভে ।
সদ্য ফাইভ আর কি । সমাজ বিজ্ঞান কিলাস নিতেন এক ম্যাডাম । তো ম্যাডাম একদিন পড়াইতেছেন ,
'' ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার নিরস্ত্র জনগণের উপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে এবং এক নির্মম হত্যাযজ্ঞ শুরু করে । ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান বাংলার স্বাধীনতা ঘোষণা করেন ''
এই বলিয়া ম্যাডাম স্টপ খাইলেন । আই থট হুয়াট হ্যাপেন ? ম্যাডাম একবার ডানে , একবার বামে মাথা নড়াইতেছেন , হুট করিয়া বললেন , এই সবাই কলম বের করো তো দেখি ।
দেয়ার ইজ ই হিউজ মিস্তেক ইন দিস । । কি মিস্তেক থাকিতে পারে তা দেখার জন্য পাতার ইতিউতি খুঁজেও বুঝলাম না । বানান তো ঠিক ই আছে দেহা যায় । জাউক , ম্যাডাম কইলেন , জিয়া হপে না , মুজিব হপে ।
লিখো 'বাংলার স্বাধীনতা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান । তার নেতৃত্বে বাংলার জনতা স্বাধীনতা যুদ্ধে নামে '
মহা উতসাহে জিয়াউর রহমানের নাম কলম দিয়া কেটে কুটে এক্কেরে কাগজ ই ছিড়ে ফেললাম । তার উপর দিয়া লিখলাম ''বাংলার স্বাধীনতা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান '' ।
দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর নতুন এক স্যার আসলেন ম্যাডামের পরিবর্তে । বার্ষিক পরীক্ষায় যেহেতু পুরো বই এ পরীক্ষা হতো ।
সুতরাং এই অধ্যায় ও ছিল । ক্লাসে ওই স্যার মুক্তিযুদ্ধ অধ্যায় পড়াতে গিয়ে এই জিনিস খানায় আটকালেন । উনি গাম্ভীর্য ভঙ্গিতে বললেন , ' বাচ্চাদের কি ভুলভাল শেখানো হচ্ছে । মুজিব না , এটা তো জিয়া হবে । মেজর জিয়া ।
প্রেসিডেণ্ট ! '
আমরা আবারো উপরে মুজিবর রহমানের নাম কেটে দিয়ে নিচে লিখলাম , প্রেসিডেণ্ট মেজর জেনারেল জিয়াউর রহমান ।
বৃত্তি পরীক্ষার আগের দিন পড়তেছি । তখন আব্বারে জিগালুম , আব্বা , হুয়াই পিপল ইজ সো মাচ কনফিউজড ইন দিস ম্যাটার ?
আব্বা কইলেন , এই দ্যাশে পাঁচ বছর জিয়া বন্দনা , পাঁচ বছর মুজিব বন্দনা । নাথিং টু ডু ।
সাত পাঁচ আট দশ ভাবা বাদ দিয়া গেলুম পরীক্ষা দিতে ।
গিয়া দেহি পিল্যা প্রশ্ন ই ' বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে '
আমি উত্তর লিখলাম ,
আপনি যদি আওয়ামীলীগ হন - বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ।
আপনি যদি বিএনপি হন - বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শহীদ প্রেসিডেণ্ট মেজর জেনারেল জিয়াউর রহমান ।
হল থেকে বের হইয়া আপারে কইলাম এই কথা । আপা শুনে খালি হাসে । দ্যাট টাইম আই রেলি দুন্ত নু হুয়াই সি উয়াজ লাপিং
কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট আমারে সেম কুশ্চেন
সুধায়ছিল ।
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন , কি দিয়ে দেবো সান্ত্বনা আমি ওর দিকে তাকাইয়া কইলাম , সারাজীবন যা পইড়া আইছ তাই , কথা বাদ । জাস্ট রিড ।
ব্লগে ইন্টারনেটে আইসা নানান রকম তথ্য উপাত্ত দেখলাম । আমার বলগ থেকে জানতে পারলাম উইথ ভিডিও ইভিডেন্স , ইন ২৬ মার্চ ১৯৭১ , মেজর জিয়া ওয়াজ নট ইন চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র হি ওয়াজ ইন চকরিয়া ।
পত্রিকা , টিভি , পাঠ্য বই এ তাহলে ক্যানু বুলা হয় যে ২৬ মার্চ জিয়া ওয়াজ ইন কালুরঘাট ?
যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান , ততদিন রবে ক্যাচাল কে দিয়েছিল স্বাধীনতার আহ্বান
--------------------------------------------------------------------
দুস্টুমি করে লেখা ।
সিরিয়াসলি নিতে চাইলে দূরে গিয়া মুড়ি খান । কারো কোন প্রকার অনুভূতিতে আঘাত লাগলে অফ যান । এখানে অনুভূতি স্টোর খুলে বসি নাই ।
এবার সিরিয়াস প্রশ্ন , - বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে , কবে কোথা থেকে দেন ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।