We have a best in our self and I have unlashed mine. YEAH, I FEEL COOL!!!
আমাদের এক ব্লগার আমাকে বিজয় বায়ান্ন কিনে দিয়েছেন। উনার নাম বলবনা। যাক অনেক দিন অপেক্ষার পর বিজয় পেলাম ইনস্টল করার পর যখন ফাল্গুন লেখতে গেলাম ওমা হয়না ল্ গু এমন হয়। চাচারে মেইল করে বললাম চাচা ল্ গু হয়না এবং উইনিকোডে কাজ করেন। চাচায় কইলেন দেখবেন, এবং আমার ক্লায়েন্টরা ইউনিকোড ব্যবহার করেন্না।
তাইলে এখন কানতাছেন কেন
এখন আসল কথা বল, অভ্র না বানালে আমরা আজো ইন্দুরে মত কম্পুর আয়নার দিকে তাকিয়ে কইতা, ইতা কিতা ইতা বাংলানি?
আমার দুখ শুনেন, প্রায় তিন বছর আগে আমি একটা সাইট বানিয়েছিলাম বই প্রকাশ করার জন্য, হায়রে আমার পুড়া কপাল তিন মাসে ৪ কোট হিট হয়েছিল কিন্তু কেউ পড়তে পারেনি কারণ তা বিজয় দিয়ে লেখা ছিল এখনো যাদের কম্পিউটারে বিজয় ফন্ট নেই উনারা বাংলা পড়তে পারেন্না এমনকি বিজয় সাইটের লেখাও দেখা যায়না। কিন্তু উন্ডজে নতুন ফন্ট একটা দিয়েছে নাম সোনার বাংলা এবং ওটা উনিকোড!
চাচাগো কেন যে নিজের পায় নিজে কুড়াল মারলেন, এখনতো মেহেদী ভাই বাংলার হীরো হয়ে যাবে
http://www.apona-bd.com/
এইটা হইল বাংলা স্পেলচেকার, এইটায় কিন্তু বিজয় চিনেনা।
বানানে আমার মত যারা কাচা উনারা দয়া কইরা এইটা নামান পাকা হইয়া যাবেন। এবং যখন বানান শুদ্ধ করবেন তখন অভ্রের বাজান মেহেদী ভাইয়ের জন্য থোড়া দোয়া করবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।