আমাদের কথা খুঁজে নিন

   

ধোলাই

মুহসিন আব্দুল্লাহ

ধোলাই মুহসিন আব্দুল্লাহ এ কোন দেশে আছি রে ভাই দুর্দশা তো ঘোর দেশের মতায় বসেছে এ কোন ডাইনোসর ! খুনীরা হয় বিচারপতি সৎলোকে ওএসডি শকুনীর খপ্পরে নাকাল দুর্ভাগা এ দেশডি। আবু বকর খুন হলে তা কোন ব্যাপার না ! ফারুক মারা গেলে আহা বুক ফাটে কার না ! পুলিশের আজ একটাই কাজ জামাত শিবির ধরা চোর ডাকাতে মুচকি হাসে পকেট যে তার ভরা! নাই বিদ্যুত নাইরে পানি নাইরে চুলোয় গ্যাস না খেয়ে তাই দিনে দিনে কমছে পেটের ব্যাস! আমরা হলাম আমজনতা মোদের কথা কে ভাবে ডাইনোসরে ধোলাই খাবে চালায় যদি এ ভাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।